184
রায় ও মার্টিন
প্রশ্ন বিচিত্রা
3
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
পরিবেশ ও বিজ্ঞান (অষ্টম)
Basirhat Town High School (HS)
Physical Science
(i) ঘনত্বের SI এককটি হল (a) গ্রাম/ঘনসেমি, (b) কিলোগ্রাম/ঘনসেমি, (c) গ্রাম/ঘনমিটার, (d) কিলোগ্রাম/ঘনমিটার।
(
ii) ক্যালশিয়াম ক্লোরাইডের সংকেত হল
-
(a) CaCl, (b) Ca2Cl, (c) CaCl 3 (d) CaCl2 |
1x3=3
– (a) চিনি, (b) মোম, (c) সোডিয়াম ক্লোরাইড, (d) কঠিন কার্বন ডাইঅক্সাইড।
(iii) প্রদত্ত কোন্ পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? —
2. অতি-সংক্ষিপ্ত উত্তর দাও :
(i) ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় ?
(ii) শূন্যস্থান পূরণ করো : একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী, তা হল
অথবা, এমন একটি ধাতুর নাম লেখো, যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না ৷
(iii) সত্য বা মিথ্যা লেখো : তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(i) দুটি পাত্রের একটিতে নুনের গুঁড়ো এবং অন্যটিতে চিনির গুঁড়ো আছে। স্বাদ না নিয়ে কীভাবে চিনবে লেখো ।
সংখ্যা কত?
1x3-3
2
82
206pb পরমাণুতে
(ii) প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানোর পর তা কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন?
পিতা